জেমস পি গ্রান্ট স্কুল অফ পাবলিক হেলথে অনুষ্ঠিত হল কমিউনিকেশান বিষয়ে দুটি কর্মশালা

যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং আইন এর উপরে আয়োজিত কোর্স

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জেমস পি গ্রান্ট স্কুল অফ পাবলিক হেলথ এ    অনুষ্ঠিত হল ৫ দিনের একটি শর্ট কোর্স। কোর্সটি রেকগ্নাইজিং কন্সেন্ট এন্ড চয়েস প্রজেক্টের ব্যানারে আয়োজিত হয়েছে। এর সহ আয়োজক ছিল ব্লাস্ট (বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট)। এই কোর্সে অংশগ্রহনকারীরা ছিলেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কর্মরত ব্লাস্ট এর আইনজীবি এবং কৌঁসুলীরা। কোর্সটি পরিচালনা করেন বাংলাদেশ এবং ভারতের প্রতিথযশা কয়েকজন অধ্যাপক ও আইনজীবি। ভারত থেকে আগতদের মধ্যে রয়েছেন অধ্যাপক সোহিনী ঘোষ, অসমিতা বসু এবং ক্রিয়ার (CREA) সুনিতা খুজুর। বাংলাদেশী বিশিষ্টজনের মধ্যে জেমস পি গ্রান্ট স্কুলের ডীন ও অধ্যাপক সাবিনা ফয়েজ রশিদ, নারীপক্ষ থেকে রিতা দাস রয়, এসপিএআরসি থেকে মুকাতস্রী সাথী এবং ব্লাস্ট থেকে শিহাব আহমেদ সিরাজি, ঈশিতা দত্ত, তাপশী রাবেয়া এবং সারাবান তাহুরা জামান কোর্সের বিভিন্ন বিষয়ে পাঠদান করেন। ১১ থেকে ১৫ই মার্চব্যাপি এই কোর্সে মোট অংশগ্রহনকারী ছিলেন ৩১ জন।

20160311_130107

20160315_163610

গণমাধ্যমে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ের ওপর লেখনির একটী এক দিনের কর্মশালা অনুষ্ঠিত

জেমস পি গ্রান্ট স্কুলের রেকগ্নাইজিং কন্সেন্ট এন্ড চয়েস প্রজেক্ট, যা ব্লাস্ট –এর সঙ্গে কাজ করে, এই কর্মশালার আয়োজন করে। নিউ দিল্লীর জামিয়া মিলিয়া ইসলামিয়ার এজেকে গনমাধ্যম গবেষনা সেন্টারের অধ্যাপক সোহিনী ঘোষ এই কর্মশালা পরিচালনা করেন। ১১ই মার্চ ২০১৬ তে অনুষ্ঠিত এই কর্মশালায় সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের পাশাপাশি ব্লাস্ট এর প্রবক্তারাও অংশগ্রহন করেন।

DSC_8626

DSC_8625

Leave a Reply