গার্ল সামিট ২০১৪ এর একবছর পূর্তি

২২ জুলাই এ দৈনিক প্রথম আলোতে প্রকাশিত একটি লেখায় সারাহ কুক ও এডওয়ার্ড বিগবেদার গার্ল সামিট ২০১৪ এর পরবর্তী এক বছরের অগ্রগতি নিয়ে তাদের মতামত দিয়েছেন। ২০১৪ এর ২২ জুলাই এ আয়োজিত এ সামিট এ ৫০টির বেশি দেশ থেকে সাত শতাধিক প্রতিনিধি সেখানে অংশ নেন যাদের মধ্যে বাংলাদেশের সিভিল সোসাইটি, ধর্মীয় সংগঠনের প্রতিনিধি, সরকারের মন্ত্রী, বেসরকারি খাত, ভুক্তভোগী এবং যুব সম্প্রদায়ের প্রতিনিধিরা ছিলেন।সামিটে এক প্রজন্মের মধ্যে, ফিমেল জেনিটাল মিউটিলেশন, বাল্যবিবাহ এবং জোরপূর্বক বিয়ে বন্ধে বৈশ্বিক কার্যক্রমকে ত্বরান্বিত করার ব্যাপারে আলোচনা হয়।

আরো জানতে দেখুন: গার্ল সামিটের এক বছর, দৈনিক প্রথম আলো।

Leave a Reply